বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

৩০ নভেম্বর বগুড়া থেকে মনোনয়নপত্র জমা দেব : হিরো আলম

৩০ নভেম্বর বগুড়া থেকে মনোনয়নপত্র জমা দেব : হিরো আলম

ডেস্ক রিপোর্ট :
সম্প্রতি প্রায় সব নির্বাচন এলেই প্রার্থিতায় নিজের নাম ঘোষণা করে জানান দিতেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। তবে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার বেশ কয়েক দিন পেরিয়ে গেলেও মাঠে দেখা মিলছে না তার। অবশেষে আজ রোববার (২৫ নভেম্বর) জানা গেল, তিনি আছেন দেশের বাইরে। তবে, নির্বাচনে এবারও লড়বেন তিনি। আজ রাতে এনটিভি অনলানের সঙ্গে ফোনালাপে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

হিরো আলম বলেন, ‘এবার দলীয় মনোনয়নে নির্বাচনে অংশগ্রহণ করব।’ দলীয় না কি স্বতন্ত্র থেকে নির্বাচনে অংশ নেবেন–প্রশ্নে তিনি বলেন, ‘বগুড়া থেকে নির্বাচন করব।’

বগুড়ার কোন আসন থেকে লড়বেন, জানাননি হিরো আলম। আর বলেননি দলীয় না কি স্বতন্ত্র থেকে লড়বেন তিনি। যদিও একটি সূত্র বলছে, দলীয় মনোনয়ন কেনার কথা স্বীকার করেছেন তিনি। যদিও দলের নাম বলেননি।

এদিকে, আরও একটি গণমাধ্যমকে হিরো আলম বলেছেন, ‘দলের নাম আগেই প্রকাশ করছি না। আমি এখন দুবাই আছি।’

এক প্রশ্নের জবাবে হিরো আলম এনটিভি অনলাইনকে বলেন, ‘দুবাই থেকে দেশে ফেরার পর আগামী ৩০ তারিখ মনোনয়নপত্র জমা দেব। তখনই সবাই জানতে পারবে।’

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech