বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

নির্বাচনে নেই নিবন্ধিত ১৫ দল, লড়তে চান ২৭১২ প্রার্থী

নির্বাচনে নেই নিবন্ধিত ১৫ দল, লড়তে চান ২৭১২ প্রার্থী

ডেস্ক রিপোর্ট :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই শুরু হয়েছে। এরই মধ্যে জানা গেছে, কতটি দল এই নির্বাচনে অংশ নিচ্ছে, কতটি নিচ্ছে না। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের তথ্য বলছে, দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৪টি। এর মধ্যে এবারের নির্বাচনে ২৯ দলের প্রার্থীরা মনোনয়ন পেতে ইসিতে আবেদন করেছেন। এ ছাড়া ইসির অনিবন্ধিত একটি দল তাদের নামে প্রার্থী দিয়েছে। স্বতন্ত্র ও রাজনৈতিক দল মিলিয়ে জমা দেওয়া মনোনয়নপত্রের সংখ্যা এবার দুই হাজার ৭১২টি। প্রার্থীর সংখ্যার দিক দিয়ে এগিয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা)। তারা দেশের ৩০০ আসনের জন্য একই সংখ্যক প্রার্থী দিয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ শনিবার (২ ডিসেম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। কোন রাজনৈতিক কতজন প্রার্থী দিয়েছে, তাও জানা গেছে ইসিসূত্রে।

জানা গেছে, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ৩০৪ জন করে প্রার্থী ইসিতে জমা দিয়েছে। স্বতন্ত্র থেকে ৭৪৭ জন মনোনয়ন দাখিল করেছেন।

এ ছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৯১, জাকের পার্টির ২১৮, ন্যাশনাল পিপলস পার্টির ১৪২, বাংলাদেশ কংগ্রেসের ১১৬, তৃণমূল বিএনপির ১৫১, জাতীয় পার্টি-জেপির ২০, বাংলাদেশ সাম্যবাদী দলের ছয়, কৃষক শ্রমিক জনতা লীগের ৩৪, গণতন্ত্রী পার্টির ১২, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) ছয়, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ৩৩, বিকল্পধারার ১৪, বাংলাদেশ তরীকত ফেডারেশনের ৪৭, বাংলাদেশ খেলাফত আন্দোলনের ১৪, বাংলাদেশ মুসলিম লীগের দুই, গণফোরামের ৯, গণফ্রন্টের ২৫, বাংলাদেশ জাতীয় পার্টির ১৩, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ৩৯, বাংলাদেশ কল্যাণ পার্টির ১৮, ইসলামী ঐক্যজোটের ৪৫, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৩৭, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএলের পাঁচ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ৭৪, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের ৫৫, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের ৪৯ ও বাংলাদেশ সুপ্রীম পার্টির ৮২ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

যদিও ইসি সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ ২৯৮টি আসনে মনোনয়ন দিয়েছে। তবে, পাঁচটি নির্বাচনি এলাকায় (মেহেরপুর-১, জামালপুর-৫, ময়মনসিংহ-৩, মানিকগঞ্জ-২, চট্টগ্রাম-৪) মনোনয়ন দাখিলকারী দলীয় মনোনয়ন দিতে পারেননি। তা ছাড়া ১২৫ ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ দুজনকে দলীয় মনোনয়ন দিলেও পরবর্তীতে ৩০ নভেম্বর মুহাম্মদ শাহজাহান ওমরকে দলীয় প্রতীক বরাদ্দের অনুরোধ জানিয়ে রিটার্নিং অফিসারকে চিঠি দিয়েছে।

ইসি সূত্র আরও জানায়, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভলপ নামক রাজনৈতিক দলের একটি মনোনয়ন দাখিল হলেও বাস্তবে এই নামের কোনো নিবন্ধন নেই। মনোনয়নপত্র দাখিলের দিন শেষে মনোনয়নপত্র দাখিলকারীর সংখ্যা দুই হাজার ৭৪১ উল্লেখ করলেও কয়েকটি আসনে একজন দাখিলকারীর একাধিক মনোনয়নপত্র থাকায় পরবর্তীতে যাচাই-বাছাইয়ে দুই হাজার ৭১২ জন দাখিলকারীর তথ্য নিশ্চিত হয়েছে

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech