বরিশালের আগৈলঝাড়া উপজেলা ৫০শয্যা হাসপাতালে বিনা মুল্যে ডেঙ্গু পরীক্ষার জন্য প্রতিদিন লোকজন ভিড় করছেন। শিশুসহ সব বয়সের লোকজনই একটু জ্বর হলে সরকারী হাসপাতালে আসে পরীক্ষা করার জন্য। সরকারের উপজেলা পর্যায় বিনা মুল্যে ডেঙ্গু পরীক্ষার এই কর্মসূচীকে রোগীরা সাধুবাদ জানিয়েছেন। এই পর্যন্ত উপজেলা হাসপাতালে ১৪০জন জ্বরের রোগীকে বিনা মুল্যে ডেঙ্গু পরীক্ষা করা হলে ২৬জন রোগীর ডেঙ্গু রোগ ধরা পরে। তাদের চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। হাসপাতালের আরএমও ডা.বখতিয়ার আল মামুন সাংবাদিকদের জানান, প্রতিদিন প্রায় অর্ধশত রোগীকে জ্বরের জন্য পরীক্ষা করাতে হচ্ছে। বিনা মুল্যে আমাদের ডেঙ্গু পরীক্ষার জন্য স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে নির্দেশ রয়েছে। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে।