পটুয়াখালী ॥ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচী গ্রহন করেছে।
কমর্সূচীর মধ্য রয়েছে- ১৪ ডিসেম্বর সকাল ১০টায় জেলা শিশু একাডেমীতে শিশুদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতা, ১৫-১৬ ডিসেম্বর সন্ধা হতে রাত ১২টা পর্যন্ত গুরুত্বপূর্ন সরকারী, আধা-সরকারী, স্বায়ত্ব শাসিত এবং বেসরকারী ভবন সমূহে আলোকসজ্জা, ১৬ ডিসেম্বর প্রত্যুষে ডিসি মঞ্চ প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনি, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্ব শাসিত এবং বেসরকারী ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৬.৩০ মিঃ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পন, সকাল ৮.৩০ মিঃ এ্যাডভোকেট কাজী আবুল কাশেম স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠান, সকাল ১০.৩০ মিঃ গণকবর সমূহে জিয়ারত, বেলা ১১টায় জেলা শিশু একাডেমীতে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, বেলা ১১টায় তিতাস সিনেমা হলে বিনা টিকিটে ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন,
বিকাল ৩টায় ডিসি মঞ্চ প্রাঙ্গনে কাবাডি প্রতিযোগিতা, বাদ জোহর জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে স্থানীয় বড় মসজিদে কোরআন খানি, মিলাদ মাহফিল, সুবিধাজনক সময় মন্দির গির্জা ও প্যাগোডায় প্রার্থনা, দুপুরে হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশু পরিবার, বৃদ্ধাশ্রম ও ভবঘুরে উন্নত মানের খাবার পরিবেশন, বিকাল ৩.৩০ মিঃ কাজী আবুল কাশেম স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, বিকাল ৪টায় জেলা প্রশাসন বনাম পৌরসভা একাদশ প্রীতিফুটবল প্রতিযোগিতা, সন্ধ্যা ৬ টায় ডিসি মঞ্চ প্রাঙ্গনে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারন ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা, সন্ধ্যা ৭ টায় ডিসি মঞ্চ প্রাঙ্গনে চেম্বার অব কমার্স আয়োজিত আলোক উৎসব (আতশবাজি), সন্ধ্যা ৭.৩০ মিঃ ডিসি মঞ্চ প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও রয়েছে শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপ সমূহে জাতীয় পতাকা ও বিভিন্ন রঙ্গিন পতাকা দ্বারা সজ্জিত করন।
উক্ত সব কর্মসূচীতে সকলের অংশগ্রহন কামনা করেছেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম।