বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

সেমি নিশ্চিতে বাংলাদেশের প্রয়োজন ১৫৬ রান

সেমি নিশ্চিতে বাংলাদেশের প্রয়োজন ১৫৬ রান

স্পোর্টস ডেস্ক :
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার পথে অগ্নিপরীক্ষায় পড়েছে বাংলাদেশ। বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে বোলিংয়ে দারুণ করেছে মাহফুজুর রহমান রাব্বির দল। পাকিস্তানকে মাত্র ১৫৫ রানে গুটিয়ে দিয়েছে যুবারা। যেহেতু আগে ফিল্ডিং করেছে বাংলাদেশে, সমীকরণ অনুযায়ী বাংলাদেশের ম্যাচটি জিততে হবে ৩৮.১ ওভারের মধ্যে।

আজ শনিবার ( ৩ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেনোনিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪০.৪ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৫৫ রান তোলে পাকিস্তান। বাংলাদেশের হয়ে বর্ষণ ও জীবন চারটি করে উইকেট নেন।

ব্যাটিংয়ে নেমেই শুরুতে ধরে খেললেও আস্তেধীরে চড়াও হয়ে ওঠেন দুই পাকিস্তানি ওপেনার শামিল হুসেন ও শাহজাইব খান। দুইজনের দারুণ ব্যাটিং যখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনই আঘাত হানেন বর্ষণ। ৩১ রান করা শামিলকে ফেরান এই পেসার। এরপর ক্রিজে এসে টিকতে পারেননি আজান আওয়াইসও।

বাকি সময়ে একপ্রান্ত আগলে রাখেন শাহজাইব। তবে অন্যপ্রান্তে তখন উইকেটে যাওয়া-আসার মিছিল। এই মিছিলে একে একে যোগ দিতে থাকেন সাদ বেগ, আহমেদ হাসান, হারুন আরশাদ। সতীর্থদের এমন আসা-যাওয়ার মিছিল দেখে উইকেট ছুঁড়ে আসেন শাহজাইবও। আউট হওয়ার আগে ৬৭ বলে করেন ২৬ রান। শেষমেশ ১৫৫ রানে থামে পাকিস্তান।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech