ডেস্ক রিপোর্ট :
ইসরায়েলের চ্যানেল ১৩ একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, হামাসের কিছু দাবি গ্রহণযোগ্য নয়। তবে খবরে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
এর আগে ইসরায়েল জানিয়েছিল, হামাসকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত তারা গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি কর্তৃপক্ষ হামাসের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করবে নাকি বিকল্প শর্ত চাইবে তা নিয়ে বিতর্ক করবে।
গাজায় তীব্র লড়াই চলছে। ইসরায়েল ছিটমহলের দক্ষিণে প্রধান শহর খান ইউনিস দখলের জন্য ব্যাপক হামলা করছে এবং উত্তরাঞ্চলেও লড়াই শুরু হয়েছে।
ইসরায়েল বলেছে যে, তারা রাফায় হামলা চালানোর পরিকল্পনা করেছে। এই ঘটনা আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলির মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। তারা বলছে, গাজার শেষ আশ্রয়ে হামলা ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষের জন্য মানবিক বিপর্যয় ডেকে আনবে।