বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কোরবানির ঈদের পর থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা দিন দিনই কমতে শুরু করেছে। এ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর মধ্যে সর্বোমোট ৬ জন রোগীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার হাসপাতালে ১৬৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। গত ১৬ জুলাই থেকে আজ সকাল পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট ১ হাজার ৫ শত ৪১ জন রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত ১ হাজার ৪ শত ৭৪ জন রোগী সুস্থ হয়ে বিদায় নিয়েছে, এদের মধ্যে ৬ জন রোগী মৃত্যু বরণ করেছে।
আজকের সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ৪৮ জন ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগী ভর্তি হয়েছে, এদের মধ্যে ২৬ জন পুরুষ, ১৪ জন নারী ও ৮ জন শিশু রয়েছে। অপরদিকে ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বিদায় নিয়েছে ৫৬ জন, এদের মধ্যে ৩১ জন পুরুষ, ২২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।