স্পোর্টস ডেস্ক :
তৃতীয় ওয়ানডের আগে পেসার দিলশান মাদুশঙ্কাকে হারিয়ে বড়সড় ধাক্কা খায় শ্রীলঙ্কা। সফরকারীদের পর এবার ধাক্কা খেল বাংলাদেশও। চোটের কারণে ছিটকে গেছেন পেসার তানজিম হাসান সাকিব। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন পেসার খালেদ আহমেদ।
আজ রোববার (১৭ মার্চ) তানজিমের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে সাকিবের। তার পরিবর্তে সুযোগ পাওয়া খালেদ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলায় ব্যস্ত ছিলেন। কিন্তু তানজিমের চোটে প্রিমিয়ার লিগ চলাকালীন চট্টগ্রামের বিমান ধরতে হচ্ছে খালেদকে। এখন পর্যন্ত মাত্র দুটি ওয়ানডে খেলেছেন ডানহাতি এই পেসার।
প্রথম ওয়ানডেতে ৮.৪ ওভার বল করার পর পেশিতে টান পড়ায় মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন সাকিব। সেবা-শুশ্রূষা নিয়ে ফিরে এসে পরে ফিল্ডিং করেন। দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভারের কোটা পূর্ণ করেন তিনি। এদিন চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নেটে বল করার সময় আবার পেশিতে টান পান তরুণ ডানহাতি পেসার।
চলমান সিরিজে খেলা দুই ম্যাচে ৪ উইকেট নিয়েছেন ২১ বছর বয়সী তানজিম। সব মিলিয়ে সাত ওয়ানডের ক্যারিয়ারে তার শিকার ২৫.৯১ গড়ে ১২ উইকেট। তিনি ছাড়াও বাংলাদেশের স্কোয়াডে আছেন তিন পেসার। তারা হলেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। ফলে সোমবারের তৃতীয় ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই তানজিমের ছিটকে যাওয়ায় দুশ্চিন্তা বেড়েছে টিম ম্যানেজমেন্টের।