ডেস্ক রিপোর্ট :
বেড়েই চলেছে স্বর্ণের দাম। এবার প্রতি গ্রাম স্বর্ণের দাম এক লাফে ১৭৭ টাকা বেড়েছে, অর্থাৎ ভরিপ্রতি বেড়েছে দুই হাজার ৬৫ টাকা। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণ কিনতে খরচ পড়বে এক লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা।
গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা। যা এতদিন এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকায় বিক্রি হয়ে আসছিল। সে হিসেবে ভরি প্রতি স্বর্ণের দাম বাড়ল দুই হাজার ৬৫ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা আজ থেকেই কার্যকর হবে
স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপা এক হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রূপা এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপা এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপা এক হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।