বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

তাপপ্রবাহের মধ্যেই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

তাপপ্রবাহের মধ্যেই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

ডেস্ক রিপোর্ট :
দেশের ওপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। এজন্য জারি করা হয় ‘হিট অ্যালার্ট’। তাপপ্রবাহের মধ্যে শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা ভেবে বন্ধ রাখা হয়েছিল সব শিক্ষাপ্রতিষ্ঠান। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) হিট অ্যালার্ট আরও ৭২ ঘণ্টা বাড়ালেও শর্তজুড়ে স্কুল-কলেজ খোলার পথে হাঁটছে সরকার। এমনকি, তাপপ্রবাহে ও অন্যান্য কারণে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণ ও নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে।

শর্ত জুড়ে দিয়ে আগামী রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। একইসঙ্গে বলা হয়েছে, ‘এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল ফিতরের ছুটির ধারাবাহিকতায় তাপপ্রহের কারণে গত ২০ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের স্মারক মোতাবেক ঘোষিত ছুটি সমাপ্ত হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে নিম্নরূপ সিদ্ধান্ত প্রদান করা হলো—

১) আগামী রোববার (২৮ এপ্রিল) থেকে যথারীতি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খোলা থাকবে এবং শ্রেণি কার্যক্রম অব্যাহত থাকবে।

Advertisement

২) তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে।

৩) শ্রেণি কার্যক্রমের যে অংশটুকু শ্রেণিকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয়, সে সব কার্যক্রম সীমিত থাকবে।

৪) তাপপ্রবাহ এবং অন্যান্য কারণে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণ এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে।

এ ছাড়া উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech