ডেস্ক রিপোর্ট :
চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা আজ শুক্রবার (২৬ এপ্রিল) চুয়াডাঙ্গায় ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস। জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
দেশের পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় অব্যাহত তীব্র তাপপ্রবাহের ফলে বাড়ছে মানুষের ভোগান্তি। আজ বিকেল ৩টায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় পৌঁছাল জেলাটি।
জামিনুর রহমান এনটিভি অনলাইনকে জানান, দেশের সর্বোচ্চ তাপমাত্রা আজ ৪২ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। দুপুরে চুয়াডাঙ্গায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তিনি আরও বলেন, ‘গতকাল থেকে চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এপ্রিলের শেষের কয়েকদিন এখানে তাপমাত্রা আরও বাড়তে পারে।’