বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

আমার মৃতদেহের ওপর দিয়ে পশ্চিমবঙ্গে এনআরসি করতে হবে: মমতা

আমার মৃতদেহের ওপর দিয়ে পশ্চিমবঙ্গে এনআরসি করতে হবে: মমতা

নিউজ ডেস্ক:

ভারতের জাতীয় নাগরিকত্ব সংশোধনী আইন (‌সিএবি)‌ এবং নাগরিক নিবন্ধন (এনআরসি) পশ্চিমবঙ্গে কার্যকরী করতে দেবেন না বলে আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি বললেন, ‘আমরা বাংলায় আছি। এখানে এনআরসি করতে হলে, আমার মৃতদেহের ওপর দিয়ে করতে হবে, এখানে সিএবি করতে হলে আমার মৃতদেহের ওপর দিয়ে করতে হবে।’

ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের সঙ্গে এই আইনের বিরোধ থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ধর্মের ভিত্তিতে বিভক্তি মানি না। পশ্চিমবঙ্গে এনআরসি করতে দেব না।’ খবর এনডিটিভি, জি-নিউজ ও আনন্দবাজারের

সোমবার কলকাতার রেড রোড থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত প্রায় চার কিলোমিটার বিশাল মিছিল নিয়ে পদযাত্রা করেন মমতা। মিছিল শেষ জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে ভাষণে এসব কথা বলেন তিনি।

তৃণমূল চেয়ারপার্সন মমতা বলেন, ‘কোনও কোনও বিজেপি নেতা বলতে শুরু করেছেন, বাংলায় রাষ্ট্রপতি শাসন কেন জারি হবে না? আমাদের সরকার ফেলে দেবেন? ফেলে দিন। কিন্তু ইজ্জতের জন্য যখন লড়তে নেমেছি, তখন মাথা নত করব না।’

তিনি বলেন, ‘নাগরিকত্ব সংশোধন আইন প্রত্যাহার করতে হবে। যতক্ষণ না প্রত্যাহার করা হবে, ততক্ষণ আমরা রাস্তায় থাকব। এই লড়াই আর থামবে না।’

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দিল্লি, আসাম, মেঘালয়, ত্রিপুরা , পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ ও বিক্ষোভ। ওই আইনের ফলে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে গিয়ে ভারতে বসবাসরত ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব লাভে সুবিধা হবে। এই আইনের বিরুদ্ধে প্রথমে আসামে বিক্ষোভ শুরু হয়। এরপর তা গোটা দেশে ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech