ডেস্ক রিপোর্ট :
রাজধানীতে পিকআপ উল্টে মো. আলফাজ হোসেন (২৬) নামে এক ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী নিহত হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে খিলক্ষেত থানার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিশ্বরোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলফাজের ভাই মাহফুজ জানায়, নিহত ব্যক্তি পেশায় একজন ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী ছিল। গতকাল রাত আনুমানিক সোয়া ১২ টার দিকে পিকআপ ভ্যানে করে বাসায় ফিরছিলেন। বিশ্বরোড এলাকায় যাওয়া মাত্রই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে আলফাজ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক রাত পৌনে ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহত ব্যক্তি ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার কান্দাছিয়া গ্রামের আব্দুল বারেকের পুত্র।
বর্তমানে মিরপুর ১২ নম্বর এলাকায় ভাড়া থাকতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বাসস’কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।