বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

পটুয়াখালীতে বসত ঘরে ভয়াবহ অগ্নিকান্ড

পটুয়াখালীতে বসত ঘরে ভয়াবহ অগ্নিকান্ড

পটুয়াখালীর শিমুল বাগ এলাকার মসজিদের সামনে ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৪ ঘটিকায় বসতঘরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান ঘরের বাড়িওয়ালা বারেক তালুকদার ঘর তালাবদ্ধ রেখে গ্রামের বাড়ীতে অবস্থান করছিলেন। তালাবদ্ধ ঘরে ইলেক্ট্রিক মিটার থেকে বিকাল ৪ টার দিকে প্রথমে বারেক তালুকদারের শোবার ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ঘরে গ্যাসের চুলা থাকায় চুলায় আগুন লেগে সমস্ত ঘরে আগুন ছড়িয়ে পরে। আগুনের তীব্রতায় ২ তলা ভবনের নিচ তলা এবং আসবাবপত্র পুরোপুরি পুরে তছনছ হয়ে যায় এবং আগুন ২য় তলায় পৌছলে স্থানীয় মানুষ দেখতে পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের লোকাল নাম্বারে যোগাযোগ করে অগ্নিকান্ডের ব্যাপারে অবহিত করেন।

কিন্তু পটুয়াখালী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনা স্থলে পৌছাতে বিলম্ব হলে স্থানীয় একজন ৯৯৯ (জাতীয় সেবা) ফোন করলে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনা স্থলে পৌছে ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

প্রাথমিক ভাবে অগ্নিকান্ডের ঘটনায় স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, গ্যাসের চুলায় আগুন লাগায় ক্ষয়ক্ষতির পরিমান বেশি হয়েছে।

২ তলা ভবনের প্রতিটি কক্ষের আসবাবপত্র পুরে গেছে। ২ লক্ষ টাকার মত আসবাব পত্র পুরে ছাই হয়ে গেছে বলে জানা যায়। স্থানীয় লোকজন আরও অভিযোগ করেন ফায়ার সার্ভিসের ইউনিট ফোন করার পর বিলম্বে না আসলে ক্ষয়ক্ষতির পরিমান আরও কম হতো।

এ ব্যাপারে পটুয়াখালী ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা ফিরোজ আলমের সাথে ঘটনা স্থলে কথা বলতে না পারলেও ফায়ার সার্ভিসে কর্তব্যরত একজনের সাথে কথা বলে জানা যায়, অগ্নিকান্ডের খবর পেয়েই তারা ঘটনাস্থলে চলে এসেছে।

২ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে তারা। তবে শিমুলবাগের সরু রাস্তা হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ী প্রবেশে বিলম্ব হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech