বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশালে হক ব্রাদার্সের বিরুদ্ধে বিসিসির মামলা

বরিশালে হক ব্রাদার্সের বিরুদ্ধে বিসিসির মামলা

মধুবন লবনে আয়োডিনের মাত্রা পরিমাণমতো না থাকায় বরিশাল নগরের হক ব্রাদার্স নামক একটি দোকানের মালিক মেহেদী হাসানের বিরুদ্ধে মামলা করেছে বরিশাল সিটি করপোরেশন।

মঙ্গলবার (২৭ আগস্ট) এ সংক্রান্ত মামলার জন্য একটি লিখিত অভিযোগ বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়া হয়েছে।

মামলার বাদী বরিশাল সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক জানান, মামলাটি বিচারক আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন।

তিনি জানান, গত ৩০ জুন বরিশাল নগরের ৮ নম্বর ওয়ার্ডের পিয়াজপট্টি এলাকার হক ব্রাদার্স নামের একটি দোকান পরিদর্শন করেন। এসময় বিক্রির জন্য দোকানে রাখা ঝালকাঠির দি ক্রিসেন্ট সল্ট ইন্ডাষ্ট্রিজের মধুবন লবনে আয়োডিনের মাত্রা নিয়ে সন্দেহ হয়। পরে লবনের নমুনা নিয়ম অনুযায়ী সংগ্রহ করে যথাযথ পরীক্ষার জন্য ঢাকার জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানে পাঠানো হয়। সেখান থেকে লবনের পরীক্ষা শেষে সঠিকমাত্রায় আয়োডিন পাওয়া যায়নি এ মর্মে সনদপত্র দেয়। যার অনুকূলে আয়োডিনের অভাবজনিত রোগ প্রতিরোধ আইন-১৯৮৯ এর ৯ ধারা মোতাবেক মামলা করা হয়।

মামলাটি পিয়াজপট্টি এলাকার হক ব্রাদার্স নামক দোকানের মালিক মেহেদী হাসানের বিরুদ্ধে করা হয়েছে। তবে তিনি যদি আদালতে তার পণ্য সরবরাহের সঠিক কাগজ দেখাতে পারেন সেক্ষেত্রে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব বলে জানিয়েছেন বিসিসির এ কর্মকর্তা।

সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু মামলার বিষয়টি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech