বরিশালের কালাবদর নদীতে অভিযান চালিয়ে সাড়ে ৭ লাখ মিটার অবৈধ কারেন্ট
জাল জব্দ করা হয়েছে। সোমবার (২৬ আগষ্ট) রাতে কোষ্টগার্ড ও মৎস অধিদপ্তরে
যৌথ অভিযানে এ জাল জব্দ করা হয়। পরে বরিশাল নগরের রসুলপুর এলাকায় জেলা
প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমান
আদালতের নির্দেশে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। জেলা মৎস অফিসের মৎস্য
কর্মকর্তা (হিলশা) বিমল চন্দ্র দাস জানান, ধ্বংস হওয়া সাড়ে ৭ লাখ মিটার
অবৈধ এ কারেন্ট জালের বাজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা। অভিযানে
কোষ্টগার্ডের এস জি পিও (এক্স) এস এনামুল হক উপস্থিত ছিলেন।