প্রথম বারের মতো বরিশাল কেন্দ্রীয় কারাগারে কয়েদীদের মাঝে বালিশ বিতরণ করা
হয়েছে। সোমবার (২৬ আগষ্ট) বরিশাল কেন্দ্রীয় কারাগারের উদ্যোগে প্রায় ১
হাজার ৩ শতজন কয়েদীদের মাঝে এ বালিশ বিতরণ করা হয়। বালিশ বিতরণ কালে
বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান, সিনিয়র জেল সুপার প্রশান্ত
কুমার বনিক, জেলার মোঃ ইউনুস জামান, কারাগার হাসপাতালের চিকিৎসক
মোঃ শামীম রেজা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুব্রত বিশ্বাস
দাস, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন। এরআগে
নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে বরিশাল কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন
জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। উলেখ্য কারাগারে পূর্বে কয়েদীর
শোয়ার জন্য বালিশ দেওয়া হতো না, তারা কম্বল দিয়ে বালিশ বানিয়ে তাতে
ঘুমাতো। আর এবারই প্রথম কারা কর্তৃপক্ষ কয়েদীরকে বালিশ দেয়ার জন্য
উদ্যোগ নিয়েছে।