বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশাল বিভাগে ২৪ ঘন্টায় ১০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

বরিশাল বিভাগে ২৪ ঘন্টায় ১০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

বরিশাল বিভাগের ৬ জেলায় ২৪ ঘন্টায় (সোমবার সকাল ১০টা থেকে মঙ্গলবার সকাল ১০ টা পর্যন্ত) ১০৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদেরমধ্য থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ৪১ জন আর চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ৪২ জন।

বরিশাল স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী জানা গছে, বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৪ ঘন্টায় নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১০৩ জন। এমধ্যে বরিশাল জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯জন, পটুয়াখালী জেলায় ১৪ জন, ভোলায় ১৪ জন, পিরোজপুর ১২জন, বরগুনায় ৯ জন, ঝালকাঠিতে ৪ জন আর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৪১ জন ভর্তি হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারী ও প্রাইভেট হাসপাতালে সর্বমোট ৩৬৬ জন ডেঙ্গু রোগের চিকিৎসা নিচ্ছেন। আর এযাবত বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩,৭৩৮ জন ডেঙ্গুর চিকিৎসা নেয়। এরমধ্য থেকে সুস্থ্য হয়ে আড়ি ফিরে গেছেন ৩৩৭২জন আর মারা গেছে ১১জন। এদেরমধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৬ জন, বরগুনায় ২ জন, পিরোজুরে ১জন ও বরিশাল জেলায় ২ জন।

স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. আবদুর রহিম জানান, মধ্য জুলাই থেকে শুরু হওয়া ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগির সংখ্যা বর্তমানে অনেকটা কমেছে। তারা হাসপাতালগুলোতে কিৎিসকরা যথেষ্ট তৎপরতার সাথে সেবা দিয়ে রোগীদের সুস্থ্য করে তুলছেন। এছাড়া সাধারণ মানুষের সচেনতায় এই রোগ অচিরেই আরো কমবে আসবে বলে আশা করেন তিনি।##

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech