স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ২ হাজারি রানের ক্লাবে প্রবেশ করেছেন তামিম ইকবাল। ৬৩ ম্যাচে ৩৬.৮৯ গড়ে তার সংগ্রহ ২ হাজার ২৯ রান। সিলেট থান্ডারের বিপক্ষে ৪৯ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬০ রানের ইনিংস খেলেন তামিম। এতে ৮ উইকেটের বড় জয় পায় ঢাকা প্লাটুন। এ ইনিংস খেলার মধ্য দিয়ে নতুন এ মাইলফলক স্পর্শ করেন তামিম।
বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার দুই নম্বরে আছেন উইকেটরক্ষক- ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ৭৬ ম্যাচে ৩৩.৯৮ গড়ে তার রান ১ হাজার ৯৩৭। তৃতীয় স্থানে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৭৮ ম্যাচে ২৫.৬৮ গড়ে ১ হাজার ৬৯৫ রান করেন তিনি।
ইমরুল কায়েস তালিকার চার নম্বরে রয়েছেন। ৭৫ ম্যাচে ২৩.৩৮ গড়ে তার রান ১ হাজার ৫৬৭। পঞ্চম স্থানে আছেন সাকিব আল হাসান। তার সংগ্রহ ৭৬ ম্যাচে ২৫.১৩ গড়ে ১ হাজার ৪৮৩ রান।