আমতলী প্রতিনিধি:
আমতলী উপজেলার চাওড়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় তালুকদার বাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
চাওড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ইউপি সদস্য মোঃ সফিজ উদ্দিন মৃধার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সদস্য আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকার, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এ্যাড. এমএ কাদের মিয়া, আমান তালুকদার, আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাড. সামসুদ্দিন আহম্মেদ শানু, সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাড. মহসিন। সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান, সাধারণ সম্পাদক দেওয়ান জাহিদুল ইসলাম, বরগুনা জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোসাঃ শাহিনুর তালুকদার,পৌর যুবলীগ সভাপতি জেলা পরিষদ সদস্য এ্যাড. আরিফ-উল-হাসান আরিফ, মোঃ আবুল বাশার নয়ন মৃধা, বরগুনা জেলা শ্রমিকলীগ সভাপতি মোঃ হালিম মোল্লা, আমতলী উপজেলা শ্রমিকলীগ সভাপতি মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সবুজ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম বিশ্বাস, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আবদুল জব্বার মল্লিক ও আলতাফ বিএসসি প্রমুখ।
পরিতোষ কর্মকার