স্পোর্টস ডেস্ক:
ইনজুরির কারণে এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন জাতীয় দলের মিডল অর্ডার ব্যাটসম্যান ও সিলেট থান্ডারের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। চলমান বঙ্গবন্ধু বিপিএলে অবশ্য নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ৮ ম্যাচে এক হাফসেঞ্চুরিতে ১৯০ রান করেন মোসদ্দেক। তবে নিজেকে প্রমাণের আর সুযোগ থাকছে না তার সামনে। কেননা ইনজ্যুরির জন্য বিপিএলের পরবর্তী ম্যাচগুলো আর খেলা হবে না তার। আগামী একমাস মাঠের বাইরে থাকতে হবে ডান হাতি ব্যাটসম্যানকে।
গত সোমবার রংপুর রেঞ্জার্সের বিপক্ষে ঘাড়ের নিচের দিকে ব্যথা পেয়েছিলেন মোসাদ্দেক। সেই ব্যথা নিয়েই দলের সঙ্গে সিলেট আসনে। কিন্তু খেলা হয়নি। ঢাকায় ফিরে স্ক্যান করার পর ধরা পড়ে তার ইনজ্যুরি ‘গ্রেড টু টিয়ার।’ এজন্য তাকে মাঠের বাইে চলে আসতে হলো। খেলতে পারবেন না পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজেও।