বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশাল নগরীতে অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল নগরীতে অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস.এম অজিয়র রহমানের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশ বিস্তার রোধে বরিশাল নগরীতে পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় নগরীর জর্ডন রোড এলাকায় নির্মাণাধীন ভবনের জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায়। জর্ডন রোডের লায়লা ল্যান্ডমার্ককে ৫ হাজার টাকা এবং অন্য দুটি নির্মানাধীন ভবনের কেয়ারটেকার মোঃ মিজান ও সাইদুল ইসলাম কে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা।

সিটি কর্পোরেশন (স্থানীয় সরকার) আইন-২০০৯ এর ৯৩ ধারা অনুযায়ী মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও সুব্রত বিশ্বাস দাস।

প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনস্বাস্থ্য রক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে আমাদের জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech