রাস্তা ঘাটে ইভ টিজিং বন্ধ করতে ও স্কুল-কলেজে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনাসহ সমাজ ব্যবস্থায় শৃংখলা ফিরিয়ে আনতে স্কুল-কলেজগামী বখাটে ছেলেদের চুল কেটে দিচ্ছে আগৈলঝাড়া থানা পুলিশের কর্মকর্তারা। পুলিশের একাজে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের সাধারণ জনগন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন বলেন, ক্লাশ শুরু হবার আগে ও পরে শিক্ষা প্রতিষ্টানগুলোর আশপাশে এমনকি পড়ালেখা না করা উঠতি বয়সী ছেলেদের বিভিন্ন স্টাইল করে চুল কাটা ও ফ্যাশন করে বড় চুল রেখে রোমিও সেজে মেয়ে ও নারীদের বিরক্ত করায় পুলিশ ওই সকল ছেলেদের ধরে সেলুনে নিয়ে চুল কেটে দিচ্ছে।
গত তিন দিন আগে থেকে বেপরোয়া ছেলেদের চুল কেটে দেয়ার কাজ শুরু করা হয়েছে। বড় বড় চুল রেখে এসকল ছেলেরা নিজেদের অন্য জগতের লোক মনে করে বিভিন্ন অপরাধ মুলক কাজের সাথে জড়িয়ে পরছে। তাদের চুল কেটে দেয়ার ফলে তারা আর নিজেকে অন্য জগতের লোক না ভেবে সাধারণ মানুষ ভাবলেই সমাজে অপরাধ প্রবনতা অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেছে ওসি মো. আফজাল হোসেন।
আজ বুধবার দুপুরে এসআই নাসির উদ্দিন এভাবেই রাস্তা থেকে ধরে থানার সামনের সেলুনে নিয়ে চুল কাটিয়েছে কালুপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শাকিল (১৯) এর।
বেপরোয়া উঠতি বয়সী বড় চুলওয়ালাদের চুল কেটে দেয়ার কাজ অব্যাহত থাকবে বলেও জানান ওসি মো. আফজাল হোসেন।