পটুয়াখালীর বাউফলে কবুতরের ঘরে কার্পেট হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিছিয়ে রেখেছে আবদুল জলিল নামের এক শিক্ষক।
ওই শিক্ষক উপজেলার ৮১নং দক্ষিণ শৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে কর্মরত আছেন।
অভিযোগ আছে, সরকারি বেঞ্চের কাঠ (তক্তা) দিয়ে কবুতরের ঘর নির্মাণ করে অত্র বিদ্যালয় ভবনের ছাদে কবুতর পালন করে আসছে সে।
মঙ্গলবার (১৪জানুয়ারি) সরজমিনে দেখা যায়, বিদ্যালয়ের ছাদে সরকারি বেঞ্চের কাঠ দিয়ে দুই তলায় ছয় কক্ষ বিশিষ্ট কবুতরের ঘর। নিচের তলার এক কক্ষে কার্পেট হিসাবে বিছিয়ে রেখেছে গত (৩১মার্চ-২০১৯) বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবদুল মোতালেব হাওলাদারের নির্বাচনী পোস্টার। পোস্টারে রয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও সরকার প্রধান শেখ হাসিনার ছবি। এসময় পোস্টারের উপরে কবুতরের বিষ্টা চোখে পড়ে।
এব্যাপারে আবদুল জলিল ‘স্বদেশ প্রতিদিন’-কে বলেন, পরিত্যাক্ত বেঞ্চে দিয়ে কবুতরের ঘর নির্মাণ করি। ছবির প্রসঙ্গে বলেন, ওই ছবি/ পোস্টার আমি রাখিনি।
বিদ্যালয় প্রধান শামিম জাহান লাইজু বলেন, এব্যাপারে আমি কিছু জানি না।
বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার রিয়াজুল হকের দৃষ্টি আর্কষণ করলে তিনি বলেন, সরকারি বেঞ্চে দিয়ে কবুতরের ঘর বানানোর কোন সুযোগ নেই। আর ঘরে প্রধানমন্ত্রীর ছবি যুক্ত পোস্টার থাকা চরম অপরাধ। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।