এম.এ হান্নান, বাউফল (পটুয়াখালী):
পটুয়াখালীর বাউফলে থানা পুলিশের আয়োজনে স্টুডেন্ট কমিউনিটি পুলিশ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলার বাউফল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত পুলিশিং সভায় প্রধান বক্তা হিসাবে সামাজিক অপরাধ নিয়ে আলোচনা করেন বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান।
সভায় প্রধান বক্তা বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক অপরাধ। সামাজিক ব্যাধি। সমাজ থেকে বাল্যবিয়ে নামক ব্যাধি দুর করতে হলে আমাদের সচেতন হতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, মোবাইল ফোন আমাদের সমাজের আরেকটা ব্যাধি। শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে কঠর হওয়ার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষে কঠোর ভুমিকা নেওয়ার অনুরোধ করেন।
এসময় বিদ্যালয় প্রধান মোসা. জাহানারা বেগম ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।