নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে শনিবার বিকালে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল প্রতিযোগিতায় বাগেরহাট জেলা দলকে ১-০ গোলে হারাল বরিশাল জেলা দল।
খেলার শেষ মুহূর্তে বরিশার দলের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় মো. সোহেল কাঙ্খিত গোলটি করেন।
এর আগে, বিকালে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল প্রতিযোগিতার বাগেরহাট ভেন্যুর খেলা উদ্বোধন করেন বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।
এ সময় বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমানসহ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ দুই দলের খেলোয়াড়ারদের সাথে কুশল বিনিময় করেন।
বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল প্রতিযোগিতার খেলাটি দেখতে মাঠে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।