পটুয়াখালীর বাউফলে আসন্ন এস.এস.সি/ দাখিল পরীক্ষা-২০২০ সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য প্রস্তুতিমুলক সভা করেছেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার।
পরীক্ষা কেন্দ্র গুলোতে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে কেন্দ্রগুলো সিসি টিভি ক্যামেরার আওতায় রাখা হবে। এছাড়াও ১৪৪ধারা জারি, পরীক্ষা চলাকালিন সময় কেন্দ্র নিকটস্থ ফটোকপির দোকান বন্ধ, নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগে হলে প্রবেশ’সহ ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম নিশু, উপজেলা একাডেমিক সুপারভাইজার কে.এম সোহেল রানা প্রমূখ।
এছাড়াও সভায় উপজেলার মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।