স্পোর্টস ডেস্ক:
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তানকে ১৪২ রানের লক্ষ্য দিল সফরকারী বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন মোহাম্মদ নাঈম শেখ।
শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে
৫ উইকেট হারিয়ে ১৪১ রান করে বাংলাদেশ।
দীর্ঘ প্রায় এক যুগ পর পাকিস্তানের মাটিতে সিরিজ খেলছে বাংলাদেশ। তিন ধাপে অনুষ্ঠিত হবে এটি। প্রথম ধাপে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি সিরিজ।
একই ভেন্যুতে ২৫ ও ২৭ জানুয়ারি গড়াবে সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি। সিরিজ শেষে আগামী ২৮ জানুয়ারি দেশে ফিরবে টিম বাংলাদেশ।