স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার বিকাল তিনটায়। এই ম্যাচে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মোহাম্মদ মিথুনের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান। তবে অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে পাকিস্তান।
সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প পথ নেই বাংলাদেশের সামনে। হারলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়ে বসবে টাইগাররা।
গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম টি-টোয়েন্টির মতো এবারও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।