স্পোর্টস ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল কন্যা সন্তানের বাবা হলেন। রাসেল ও জ্যাসিম লোরা দম্পতির ঘরে এটিই প্রথম সন্তান। কন্যা সন্তান হওয়ার খবরটি রাসেল নিজেই জানান।
সামাজিক যোগাযোগমাধ্য ইনসটাগ্রামে একটি ছবি পোস্ট করে এই ক্যারিবীয় দানব। ছবিটিতে দেখা যায়, তিনি একটি বাচ্চার কোমল হাত ধরে আছেন। আর ক্যাপশনে লিখেন, ‘অ্যামিয়া এস রাসেল পৃথিবীর মুখ দেখল। ঈশ্বর সবসময় ভালো। এমন রানির জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ।