জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশালে রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১ আগষ্ট বিকালে নগরীর বিএম কলেজ রোডস্থ বিভাগীয় সরকারি গ্রন্থাগার বরিশাল এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিভাগীয় সরকারি গ্রন্থাগারের সহকারি পরিচালক খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।
বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুভাষ চন্দ্র পাল, বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগ গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ, মোহাম্মদ ইমামুল ইসলাম, প্রভাষক বাংলা বিভাগ বরিশাল ক্যাডেট কলেজ বরিশাল, হাসিবুল হাসানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে এক আলোচনা সভায় অতিথিরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা সভা শেষে দুটি বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন জেলা প্রশাসক ।