এনামুল হক রিংকু, লালমোহন:
ভোলা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি’র বড় ছেলে ইশরাক চৌধুরী নাওয়ালের গত কয় দিন আগে লন্ডনের একটি হাসপাতালে ডান পায়ে লিগামেন্ট সার্জারী করা হয়। এজন্য তার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১আগস্ট )বাদ আসর পৌরসভার চৌরাস্তার মোড় উপজেলা ছাত্রলীগ অফিসে লালমোহনে ছাত্রলীগের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকির বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম ফরাজির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক আলহাজ্ব দিদারুল ইসলাম অরুন, সাংগঠনিক সম্পাদক শাহজামাল দুলাল, উপজেলা যুবলীগের সভাপতি ইমাম হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, আওয়ামী লীগ নেতা মোঃ মোকলেছুর রহমান, পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, সিনিয়র সহসভাপতি হাসান খলিফা, ওলামা লীগের সভাপতি শাহে আলম প্রমুখ। এসময় সবাই প্রিয়নেতার বড় ছেলের জন্য দোয়া করেন যেন আল্লাহতালা তাকে সুস্থ করে তারাতারি আমাদের মাঝে ফিরিয়ে আনেন। মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ হাতেম আলী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ নেয়ামত উল্যাহ।