স্টাফ রিপোর্টার: বরিশালে সাবেক ছাত্র সমাজের নেতৃবৃন্দের উদ্যোগে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ.এম এরশাদের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বরিশাল জেলা আইনজীবী সমিতির কনফারেন্স রুমে কুলখানি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
জাতীয় ছাত্র সমাজ বরিশাল জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসাইন ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় ছাত্র সমাজ বরিশাল জেলা শাখার সাবেক সভাপতি মোঃ সাইফুদ্দিন আহাম্মেদ মাসুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় ছাত্র সমাজ বরিশাল জেলা শাখার সাবেক ছাত্র নেতা নজরুল ইসলাম হেমায়েত, গোলাম জহিরুল করিম, এ্যাড. বসির আহাম্মেদ সবুজ, এ্যাড. কেএম জুবায়ের, কামাল হোসেন জাকির হোসেন, জাহাঙ্গীর হোসেন, প্রভাষক জাকির জমাদ্দার, নান্না সহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।