বরিশাল মহানগর পুলিশের আওতাধীন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলামসহ পুলিশের আট সদস্যকে শুভেচ্ছা স্মারক দিয়েছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরের বিবির পুকুর সংলগ্ন অ্যানেক্স ভবনে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়রের দপ্তরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুভেচ্ছা স্মারকপ্রাপ্তরা হলেন- জলো কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) সমীরন মণ্ডল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শরিফ হোসেন, আসাদুজ্জামান, বিধান চন্দ্র গণপতি, সুমন হাওলদার, কনস্টেবল আল আমিন ও কবির হোসেন।
শুভেচ্ছা স্মারক দেওয়া অনুষ্ঠানে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, পুলিশকে জনগণের সেবায় নিরলসভাবে কাজ করতে হবে। যারা মাদক কারবারের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করতে হবে।
মেয়র বলেন, যারা অন্যায় করবে তাদের শাস্তির আওতায় আনতে হবে। তবে খেয়াল রাখতে হবে, যারা নিরাপরাধ, তারা যেন কেউ অযথা হয়রানির শিকার না হয়।
সাদিক আব্দুল্লাহ বলেন, ভালো কাজের জন্য যেমন পুরস্কৃত হবে, আবার মন্দ কাজের জন্য তিরস্কারও গ্রহণ করতে হবে।
শুভেচ্ছা স্মারক গ্রহণ শেষে পুলিশ সদস্যরা বলেন, তাদের জানা মতে, দেশের কোনো মেয়র প্রথমবারের মত তাদের এভাবে সম্মান জানালো। যা তাদের কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা হয়ে কাজ করবে। তারাসহ বরিশালের পুলিশ সদস্যরা মেয়রের সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে সবধরনের সহায়তার আশ্বাস দেন।
সম্প্রতি বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) সফল অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককরাবারিকে আটক করা হয়। এ ঘটনায় বিএমপির কমিশনার মো. শাহাবুদ্দিন খানসহ অভিযানে অংশ নেওয়া সব পুলিশ সদস্যকে অভিনন্দন জানান বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। পাশাপাশি বরিশালের কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলামসহ অভিযানে অংশ নেওয়া চৌকস পুলিশ সদস্যদের শুভেচ্ছা স্মারক দেওয়ার ঘোষণা দেন। সে অনুযায়ী, সোমবার তাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে ফটোসেশনে অংশগ্রহণ ও মধ্যাহ্ণ ভোজে মিলিত হন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।