স্টাফ রিপোর্টার: বরিশাল নগরীর রূপাতলী এলাকার বিভিন্ন যানবহনে অভিযান চালায় মোবাইল কোর্ট। এসময় বরিশাল পটুয়াখালী সড়কে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
আজ ২ সেপ্টেম্বর বিকেল ৫ টায় বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট’রা এ অভিযান পরিচালনা করেন। পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ বরিশাল এর সহকারী পরিচালক আতিকুল আলম। হেলমেট, ড্রাইভিং লাইসেন্স না থাকা, গাড়ির রুট পারমিট, গাড়ির কাগজ না থাকাসহ বিভিন্ন কারণে মোটর যান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৫১ ধারা মোতাবেক, ৯ জন গাড়ি চালককে বিভিন্ন অপরাধে ৭,৪০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় আইন আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।