লালমোহন প্রতিনিধি:
ভোলার লালমোহনে গলায় ফাঁস দেয়া অবস্থায় শেফালী বেগম (৪২) নামের এক গৃবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার( ২ সেপ্টেম্বর ) দুপুরে লালমোহন উপজেলার চরভুতা ইউনিয়নের তারাগঞ্জ গ্রামের শেফালী বেগমের নিজ বসত ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। শেফালী বেগম , চরভূতা ইউনিয়ানের তারাগঞ্জ গ্রামের মোস্তফা মোল্লার স্ত্রী এবং সে ৩ সন্তানের জননী।লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। শেফালী বেগমের স্বজনদের দেয়া ভাষ্যমতে ; লালমোহন থানার এস,আই মোশারেফ হোসেন জানান, শেফালীর স্বামী মোস্তাফা মোল্লা চট্টগ্রামে থাকে। অপরেিদক ২ সন্তান থাকে ঢাকায়। এই অবস্থায় গতকাল সোমবার সকালে ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে শেফালীকে ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। এ ব্যপারে কেউ এখনও অভিযোগ করেনি।