পটুয়াখালীর কলাপাড়ায় একাধিক মাদরাসা ছাত্রীকে যৌণ হয়রাণীর অভিযোগে আব্দুল মালেক (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ। শুক্রবার (১৮ অক্টোবর) রাত ১০টার সময় পৌর শহরের সিকদার বাড়ি সড়ক থেকে স্থানীয়দের সহায়তার পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় রাতেই তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে যৌণ হয়রানীর শিকার এক কিশোরীর পিতা।
পুলিশ ও অভিভাবকরা জানান, কলাপাড়া পৌরসভার সাত নং ওয়ার্ডের শিকদার বাড়ি সড়কের দারুল এহসান মডেল মাদ্রাসা সংলগ্ন ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল মালেক দীর্ঘদিন ধরে মাদরাসার আট থেকে ১০ বছরের শিশুদের দোকানের মধ্যে বিস্কুট ও চকলেটের প্রলোভন দেখিয়ে অন্তত ১০ শিশুকে যৌণ হয়রাণী করে। বিষয়টি শিশুরা তাঁদের অভিভাবকদের জানালে শুক্রবার রাতে কয়েকজন অভিভাবক বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে মালেককে গ্রেফতার করে।
অভিভাবকদের অভিযোগ, দোকানের মধ্যে আটকে মালেক শিশুদের শরীরে স্পর্শকাতর স্থানে হাত দেওয়াসহ তাদের পশ্চাৎদেশে তেল মেখে অনৈতিক কাজ করার চেষ্টা করতো। বিষয়টি শিশুরা অভিভাবকদের জানালে ক্ষিপ্ত অভিভাবকরা বিষয়টি থানায় অবহিত করেন।
কলাপাড়া থানার এস আই বিপ্লব মিস্ত্রি জানান, অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে রাতেই আব্দুল মালেককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এ কিশোরীর অভিভাবক থানায় মামলা দায়ের করেছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।