বরিশাল অফিস:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাথে সোনালী ব্যাংক পিএলসির অনলাইন সেবার মাধ্যমে শিক্ষার্থীদের ফি ও চার্য কালেকশনের লক্ষে চুক্তিসাক্ষর সম্পাদিত হয়েছে। গতকাল সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাস মিলনায়তনে এই চুক্তিসাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এর সভাপতিত্বে চুক্তিসাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম। অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথির উপস্থিতিতে চুক্তিসাক্ষরপত্রে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড.মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং সোনালী ব্যাংকের পক্ষে সোনালী ব্যাংকের বরিশাল অফিসের জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র গোলদার সাক্ষর করেন। এই চুক্তিসাক্ষরের ফলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের যে কোন প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে তাদেরে ফি ও সকল ধরনের চার্য প্রদান করতে পারবেন। অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ম্যানেজার ড. দীপু রানী ভৌমিকের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, পরিচালক, দপ্তর প্রধান, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সোনালী ব্যাংক পিএলসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।