বরিশালের উজিরপুরের গুঠিয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত ইমরান (৭) ও তার ছোট বোন আয়েশা (৫) গুঠিয়া ইউনিয়নের ভাইটশালী গ্রামের আলমগীর হাওলাদারের সন্তান। এদের মধ্যে ইমরান স্থানীয় একটি নূরানী মাদ্রাাসার হেফজ’র প্রথম শ্রেনীর শিক্ষার্থী ছিলো। পারিবারি সূত্রে জানাগেছে, গোসল করার জন্য বেলা ১ টার দিকে দুই ভাইবোন বাড়ির পাশের মসজিদের পুকুরে যায়। এরপর স্থানীয় বাসিন্দা শহিদ তাদের মৃত অবস্থায় পুকুরে ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। প্রত্যক্ষদর্শী শহিদ জানান, সোমবার (২৬ আগষ্ট) দুপুরে দিকে পুকুরে পাশ দিয়ে যাওয়ার সময় ইমরান ও আয়েশাকে ভাসমান অবস্থায় দেখতে পান। সে সময় তারা কোন নরাচরা করছিলো না। পরে স্বজনদের সহায়তায় তাদের পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা সরদার সোহেল জানান, দুই ভাই-বোনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।