ডেস্ক রিপোর্ট :
আগের ম্যাচের মতো আজও প্রথম ওভারে সাফল্যের দেখা পেয়েছে বাংলাদেশ। এবার অবশ্য প্রথম ওভার মেডেন দিয়ে শুরু করেন শরিফুল ইসলাম। দ্বিতীয় ওভারেই এসে যায় উইকেট। সেটি ধরা দেয় তাসকিন আহমেদের বলে। আভিস্কা ফার্নান্দোকে নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে মাঠছাড়া করেন ডানহাতি পেসার।
দলীয় এক রানে প্রথম উইকেট হারাল শ্রীলঙ্কা। রানের খাতাও খুলতে পারেননি আভিস্কা।
সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
প্রথম ম্যাচে অল্পের জন্য পাওয়া হয়নি জয়। পাহাড়সম রান তাড়ায় বাংলাদেশ অবশ্য দিয়েছে সাহসিকতার পরিচয়। সেই আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়ে আজ বুধবার (৬ মার্চ) দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ইতোমধ্যে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে আজ জয়ের বিকল্প নেই স্বাগতিকদের।
প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। ভরসা রেখেছে সেই ১১ জনের ওপর। যাদের নিয়ে আজ লড়াইটা সিরিজ বাঁচানোর।