পটুয়াখালীর কলাপাড়ায় করোনা সংক্রমণ সন্দেহে দুইজনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। শুক্রবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিনিময় হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার রাতে দুইজনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। তাদের মধ্যে একজন স্বাস্থকর্মী ও অপরজন পল্লী বিদ্যুতের স্টাফ। তাদের বয়স ২৫ বছর ও ৩৫ বছর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিনময় হাওলাদার জানান, স্বাস্থ্য বিভাগ করোনা প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে। এ পর্যন্ত বিদেশ থেকে কলাপাড়ায় ফিরেছে ১২৬ জন। এর মধ্যে ১০৪ জনকে চিহ্নিত করা হয়েছে। কোয়ারেন্টাইন শেষে করেছে ৯৮ জন। বাকি ৬ জনের এখনও হোম কোয়ারেন্টাইন চলছে। দুই জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, সন্দেহভাজন দুইজনের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে। তাদের বাড়ি দুটি লকডাউন করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।