এনামুল হক রিংকু,লালমোহন প্রতিনিধি:
ভোলা-৩ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ভিবিন্ন বাজারে ঘুরে ঘুরে নিজে গাড়ি থেকে হ্যান্ড মাইক দিয়ে জনগণের উদ্দেশ্যে সতর্ক বার্তা দেন এবং জনগণকে সচেতন ও সতর্ক থাকতে অনুরোধ করে এবং করোনার প্রভাবে ঘরবন্দী অসহায় শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও মাস্ক পৌঁছে দিচ্ছেন।
( ৭ এপ্রিল,) রোজ মঙ্গলবার দিনব্যাপী উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজার, রামগঞ্জ, ধলীগৌর নগর ও লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য খাদ্য সহায়তা, মাস্ক, হাত ধোঁয়া শাবান ও অন্যান্য ত্রান সামগ্রী পৌঁছে দেন আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনার প্রভাবে ঘরবন্দী অসহায় শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও মাস্ক পৌঁছে দিচ্ছি ।
সবাই নিজ নিজ ঘরে থাকুন। শাবান দিয়ে ঘন ঘন হাত ধুয়ে ফেলুন। হাট-বাজার ও রাস্তায় কেউ ঘোরাঘুরি করবেন না। বিশেষ প্রয়োজনে ছাড়া কেউ ঘরের বাহিরে আসবেন না। যারা বিশেষ প্রয়োজনে রাস্তায় আসেন, তারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। তিনি রাস্তায় যাকে পেয়েছেন, তাকেই মাস্ক দিয়েছেন এবং বাহিরে আসার কারণ জানতে চেয়েছেন। আমি করোনা ভাইরাস প্রতিরোধ আপনাদের সহযোগিতা চাই।