বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ইউনিটে এক ব্যক্তির (৫৮) মৃত্যু হয়েছে। এ নিয়ে গত চার দিনে করোনার উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হলো।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে করোনা ইউনিটে মারা যাওয়া ওই ব্যক্তির বাড়ি ভোলার দৌলতখান উপজেলার কলাকোপা গ্রামে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এস এম বাকির হোসেন জানান, হৃদরোগে আক্রান্ত ছিলেন ওই ব্যক্তি। গত রোববার (১৯ এপ্রিল) দুপুরে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করেন। তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে চিকিৎসা দেয়া হয়। এসময় চিকিৎসকরা জ্বর ও শ্বাসকষ্ট দেখে বিকেলে ওই রোগীকে করোনা ইউনিটে স্থানান্তর করেন।
সোমবার সকাল থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মৃত্যু হয়। ওই রোগী করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানার জন্য নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।