বরিশালের বাবুগঞ্জের দূর্গা সাগর পার সংলগ্ন এলাকায় শিক্ষার্থী ও বাস শ্রমিক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ সকালে মাধবপাশা চন্দ্রদ্বীপ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বরিশাল বাস মালিক সমিতির একটি লোকাল বাসে উঠতে না দেয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছে।
এতে ওই কলেজের একাদশ শ্রেণীর এক শিক্ষার্থীকে বাস শ্রমিকদের পিটুনিতে আহত হয়।
এসময় স্কুলের শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে একটি বাস ভাংচুর করে। বর্তমানে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
পরে বরিশাল জেলা বাস মালিক সমিতির সঙ্গে মিমাংসা করার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
একটি গোপন সূত্রে জানা যায়, বাবুগঞ্জ চেয়ারম্যান এর সহযোগীদের নেতৃত্বে ভাংচুর চালানো হয়।