শামীম আহমেদ॥
সৈয়দ মিজানুর রহমান (বিপিএটিসি এর এনডিসি.এমডিএস (প্রকল্প) বলেছেন, এদেশে সুশাষন বাস্তবায়ন করার জন্য জনগনের দৌড় গোড়ায় সেবা পৌছে দিতে হবে।
আমাদের প্রধানমন্ত্রীর একটাই এখন লক্ষ গ্রামকে আধুনিক শহরে পরিনত করা। এজন্য দেশের তারুণ্যকে কাজে লাগাতে হবে তাদেরকে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষভাবে গড়ে তোলা গেলে এদশ আর পিছিয়ে থাকবে না।
সরকারী কর্মকর্তাদের মনে রাখতে হবে আমাদের মনিব হচ্ছে জনগন আর আমরা হচ্ছি তাদের সেবক। তিনি বলেন সরকারের নৈতিকতার দর্শন নীতি পালন করতে হবে।
আর যারা পারবেন না তারা সরকারীতে যোগ্য নয় তাই আগে ভাগে চাকুরী ছেড়ে চলে যাবার কথা তিনি বলেন।
আজ (৫ই) সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বরিশাল সার্কিট হাউজ ধানসিঁড়ি মিলনায়তন সভা কক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তাদের উর্দেশ্যে একথাগুলো বলেন।
বিপিএটিসি’র কোর কোর্স সমূহের সক্ষমতা বৃদ্বিকরণ প্রকল্প,বাংলাদেশ জনপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ঢাকা ও বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে ‘ সমৃদ্বির অগ্রযাত্রায় বাংলাদেশ’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি আরো বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জ উপ-মহা পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার),পিপিএম, বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান,বিপিএটিসি এর পরিচালক ড. মোঃ মহসীন আলী ও ড. মোঃ সানোয়ার জাহান ভূইয়া।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তার বাবার চিন্তার মত সমৃদ্ব বাংলাদেশ গড়ার লক্ষে নিরলসভাবে এদেশে কাজ করে যাচ্ছে।আমরা সুভাগ্যবান প্রিয় নেতার দক্ষ সুযোগ্য কণ্যা পেয়েছি যার হাত ধরে বাংলাদেশ সোনার বাংলা হতে চলছে।
সেমিনারে বরিশাল জেলার বিভিন্ন উপজেলার সরকারী প্রর্যায়ের সর্বস্থরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।