মহামারি করোনায় মৃত্যু হয়েছে ঢাকার মিরপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত পুলিশের এস. আই এবং মসজিদের ইমাম আঃ খালেক (৩৬)। (ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)। তাঁর বাড়ী বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামে।আজিম উদ্দিন মৃধার ছেলে আব্দুল খালেক।
জানা গেছে, আব্দুল খালেক আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোররাতে ঢাকা আরামবাগ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
জানা গেছে শান্ত , বিনয়ী, দায়িত্ব পরায়ন ও কর্তব্য কাজে নিরালস, নিরাহংকার, সদা হাস্যোজ্জল এসকল গুনসম্পন্ন স্বভাবের পুলিশ কর্মকর্তা (এসআই ) আব্দুল খালেক স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্যক আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুুুুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করছেন ।
পরিবার সুত্রে জানা গেছে, ঢাকায় বেলা ১১ টায় জানাযার শেষে বেতাগীর উদ্দেশ্যে রওনা দিবেন এবং নিজ বাড়িতে পারিবারিক গোরস্থানে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দাফন করা হবে।