নার্সিং পড়ুয়া ছাত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অব্যাহতভাবে অশ্লীল ও কুরুচিপূর্ন আপত্তিকর মন্তব্য পোষ্ট করায় ডিজিটাল আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ অভিযুক্ত বখাটে যুবক নিখিল মন্ডলকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার পশ্চিম রাজিহার গ্রামের।
থানার ওসি মোঃ আফজাল হোসেন এজাহারের বরাত দিয়ে জানান, ওই গ্রামের নলিনী মন্ডলের বখাটে পুত্র নিখিল মন্ডল (২৫) একই এলাকার বাসিন্দা ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সিং ইনিষ্টিটিউটের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অশ্লীল ভাষায় কুরুচিপূর্ন আপত্তিকর মন্তব্য পোস্ট করে। এতে ওই ছাত্রীর মানসম্মান ক্ষুন্ন হয়ে সমাজে হেয় প্রতিপন্ন হয়। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে বৃহস্পতিবার সকালে থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িত বখাটে যুবক নিখিল মন্ডলকে চিহ্নিত করে আটকের পর তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে ভুয়া আইডির সত্যতা পায়।
এছাড়া বখাটে নিখিল মন্ডল ওই ছাত্রীর বিরুদ্ধে আইডি খুলে আপত্তিকর মন্তব্য পোস্ট করার সত্যতা স্বীকার করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) নকিব আকরাম জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে অভিযান চালিয়ে অভিযুক্ত নিখিল মন্ডলকে গ্রেফতারের পর ওইদিনই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, এটাই আগৈলঝাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের প্রথম মামলা।