বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশালে শিক্ষা প্রতিষ্ঠানে বেতন-ফি মওকুফের দাবীতে বিক্ষোভ

বরিশালে শিক্ষা প্রতিষ্ঠানে বেতন-ফি মওকুফের দাবীতে বিক্ষোভ

সকল শিক্ষা প্রতিষ্ঠনে শিক্ষার্থীদের ১ বছরের বেতন-ফি মওকুফ সহ তিন দফা দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রীক দল (বাসদ) জেলা ও মহানগর শাখা। আজ (১৩ই মে) বুধবার বেলা সাড়ে ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সদর রোডে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভে সমাবেশ সমাবেশ কর্মসূচিতে অংশ গ্রহন করে।

বরিশাল মহানগর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আয়োজনে ও সভাপতি সাগর দাসের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বরিশাল বাসদ জেলা সদস্য ডা. মনীষা চক্রবর্তী বলেন, মহামারি করোনার সময়ের সারা দেশের শিক্ষার্থীরা লকডাউনের কারণে আটকে পড়ায় বাড়ি ফিরতে পারেনি।

এসব শিক্ষার্থীরা টিউসনি করতে পারছেনা অথচ ম্যাচ ভাড়া দিতে হচ্ছে। এই ম্যাচ ভাড়া মওকুফের জন্য সরকারের বরাদ্দ দিতে হবে। একইসাথে এ বছরের শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফ করতে হবে। শিক্ষার্থীদের উপর বোঝা চাপানো যাবে না এবং পর্যাপ্ত ইন্টারনেট ব্যবস্থা ছাড়া বাংলাদেশে যে অনলাইন ক্লাস শুরু হচ্ছে তা বাতিল করার আহ্বান জানান।

এসময় আরো বক্তব্য রাখেন লিমা আক্তার,সাজেদ ইসলাম,ফারাবি, রেজোয়ান রায়,এমদাদুল হক,ইমন, সাইফুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech