আবারও সরগরম হয়ে উঠেছে বরিশাল নৌবন্দর। করোনাভাইরাসজনিত পরিস্থিতির কারণে দীর্ঘ দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ রোববার থেকে সরকারি সিদ্ধান্তের কারণে নৌযান চলাচল শুরু হয়েছে। সকাল থেকে অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে , আসছে একাধিক যাত্রীবাহী লঞ্চ। টার্মিনালে যাত্রীদের আনাগোনা চিত্র দেখে বলার অপেক্ষা নেই স্বরুপে ফিরেছে বরিশাল নৌবন্দর।
সূত্রে জানা গেছে- সন্ধ্যায় রাজধানী ঢাকার উদ্দেশে যাত্রী নিয়ে বেশ কয়েকটি লঞ্চ রওনা দেওয়া সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে শেষ করেছে। স্বাস্থ্যবিধি মেনে যাতে নৌযানগুলো যাত্রী তেলায় হয় সেজন্য টার্মিনালে বন্দর কর্তৃপক্ষ নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেখানে পুলিশও মোতায়েন রয়েছে।
নৌবন্দর কর্মকর্তা আজমল হুদা সরকার মিঠু জানান, সকাল থেকে যেকটি নৌযান ছেড়ে গেছে সকলে স্বাস্থবিধি মেনে যাত্রী তুলেছে। কেউ যাতে সরকারি নির্দেশনা লঙ্ঘন করতে না পারে সেজন্য টার্মিনালে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একই নিয়মের মধ্যে থেকে বরিশাল-ঢাকা নৌরুটের লঞ্চগুলোতে যাত্রী তোলার নির্দেশনা দেওয়া হয়েছে।’