বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

পরিচ্ছন্নতা কর্মীরা এক একজন সাদিক আবদুল্লাহ: বরিশাল সিটি মেয়র

পরিচ্ছন্নতা কর্মীরা এক একজন সাদিক আবদুল্লাহ: বরিশাল সিটি মেয়র

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন যারা দিনরাত পরিশ্রম করে বরিশাল নগরীকে পরিস্কার পরিচ্ছন্ন রাখেন তারা এক একজন সাদিক আবদুল্লাহ। তাদেরকে কেউ অন্যায়ভাবে লাঞ্চিত করতে পারবেনা, হেয় প্রতিপন্ন করতে পারবেনা। মেয়র গতকাল শনিবার বিকেলে বরিশাল ক্লাবে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মেয়র সাদিক আবদুল্লাহ আরো বলেন, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় বরিশাল নগরী একটা পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে উঠছে। মেয়র পরিচ্ছন্ন কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, আমার কাছে আপনাদের কোন দাবি করতে হবেনা। আমি আপনাদের প্রয়োজন অনুধাবন করি। তাই দায়িত্ব গ্রহনের পরপরই আমি পরিচ্ছন্নতা কর্মীদের বেতন বৃদ্ধি করেছি। আমাদের আয় সীমিত হলেও অনিয়মিত সকল কর্মচারীদের জন্য উৎসব বোনাসের ব্যবস্থা চালু করেছি। আমি বিসিসির সকল কর্মকর্তা-কর্মচারীদের সুখে দুখে পাশে আছি। দূর্নীতির কারনে সেবক কলোনীর নির্মান কাজ বন্ধ থাকলেও আমি উদ্যোগী হয়ে পুনরায় এর কাজ শুরু করেছি। সুন্দর নগরী গড়তে বিসিসির সকল কর্মকর্তা-কর্মচারীর সহায়তা কামনা করে তিনি বলেন, জনগনের দেয়া টাকায় বিসিসির কর্মকর্তা-কর্মচারীদের বেতন বোনাসসহ অন্যান্য কার্য সম্পাদন করা হয়। তাই জনগনের চাহিদা অনুযায়ী সেবা প্রদান করতে হবে। মেয়র সাদিক আবদুল্লাহ তার বক্তব্যে আরো বলেন, আমি নগর ভবন থেকে ব্যক্তিগত কোন সুবিধা নেইনা। আমি জানি অনিয়মিত কর্মচারীরা যা বেতন পায় তা খুবই সামান্য। আমি চেষ্ঠা করছি কিভাবে বেতন বাড়ানো যায়। মেয়র পরিচ্ছন্নতা কর্মীদের বলেন, এই নগরী পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনাদের হাতে। আমি আগামীর সুন্দর ও পরিচ্ছন্ন বরিশাল নগরী গড়তে আপনাদের উপর দায়িত্ব ছেড়ে দিয়েছি। আপনারা সকলে মিলে আমাকে সহায়তা করুন। আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো। পরিচ্ছন্নতা বিভাগের সুপারভাইজারদের কাজে আরো বেশী মনোনিবেশ করার আহবান জানিয়ে মেয়র বলেন কাজের ক্ষেত্রে কারো অবহেলা বরদাশত করা হবেনা। মতবিনিময় সভার পূর্বে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের দিনমজুর আবুলের হাতে একটি হুইল চেয়ার তুলে দেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech